ঘূর্ণিঝড় যশ রূপ নিতে পারে সুপার সাইক্লোনে

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, ‘বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপ 'যশ' সুপার সাইক্লোন হিসেবে আঘাত হানতে পারে। এজন্য প্রাথমিকভাবে সভা করেছে আবহাওয়া অধিদফতর।’

ঘূর্ণিঝড় যশ রূপ নিতে পারে সুপার সাইক্লোনে

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, ‘বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপ 'যশ' সুপার সাইক্লোন হিসেবে আঘাত হানতে পারে। এজন্য প্রাথমিকভাবে সভা করেছে আবহাওয়া অধিদফতর।’  

শনিবার (২২ মে) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে যশ-এর প্রস্তুতিমূলক প্রশ্নে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আজ বিকেল ৪টায় মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি প্রস্তুতিমূলক সভা হবে। সভায় সর্বশেষ তথ্য নিয়ে আলোচনা ও প্রস্তুতি গ্রহণ করা হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘লঘুচাপ যশ এখন যে অবস্থায় আছে তা ২৬ মে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এ সময়েই এটি আঘাত হানবে। ভারতের উড়িষ্যায় আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তবে এগুলো দিক পরিবর্তন করে। আমাদের খুলনাঞ্চলে আঘাত হানতে পারে। ‘এখনই আতঙ্কিত হওয়ার কিছু নাই বলেও জানান তিনি।

এ সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহসিনসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।