ঝিনাইদহে ভোটকেন্দ্রে ধাওয়া পাল্টাধাওয়া, আহত ৬
পঞ্চম ধাপে দেশের ২৯টি পৌরসভা ও চার উপজেলা পরিষদ নির্বাচন চলছে। এরমধ্যে কিছু কেন্দ্রে অপ্রতীকর ঘটনা ঘটেছে। ঝিনাইদহের কালীগঞ্জে কাশিপুর ভোটকেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় গ্রুপের অন্তত ছয়জন আহত হন।
পঞ্চম ধাপে দেশের ২৯টি পৌরসভা ও চার উপজেলা পরিষদ নির্বাচন চলছে। এরমধ্যে কিছু কেন্দ্রে অপ্রতীকর ঘটনা ঘটেছে। ঝিনাইদহের কালীগঞ্জে কাশিপুর ভোটকেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় গ্রুপের অন্তত ছয়জন আহত হন।
রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে বিজিবি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।।
কালীগঞ্জ থানার ওসি মাহফুজার রহমান জানান, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসান সজল ও আরিফুল ইসলামের সমর্থকদের মধ্যে ভোট দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে । এ সময় ফুল মিয়া, রওশন, মনিরুলসহ উভয় পক্ষের ছয়জন আহত হয়েছেন। পরে বিজিবি সদস্যরা লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।