ঢাকা-নিউ জলপাইগুড়ি ট্রেনের ‘মিতালী এক্সপ্রেস’ নাম দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-নিউ জলপাইগুড়ি ট্রেনটির নাম ‘মিতালী এক্সপ্রেস’ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের পক্ষ এ নামে রাজি থাকলে এটি নির্ধারিত থাকবে। আগামী ২৭ মার্চ ঢাকা থেকে ভারতের নিউ জলপাইগুড়ি পর্যন্ত ট্রেনের উদ্বোধন করা হবে।

ঢাকা-নিউ জলপাইগুড়ি ট্রেনের ‘মিতালী এক্সপ্রেস’ নাম দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-নিউ জলপাইগুড়ি ট্রেনটির নাম ‘মিতালী এক্সপ্রেস’ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের পক্ষ এ নামে রাজি থাকলে এটি নির্ধারিত থাকবে। আগামী ২৭ মার্চ ঢাকা থেকে ভারতের নিউ জলপাইগুড়ি পর্যন্ত ট্রেনের উদ্বোধন করা হবে।

রেলওয়ে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভারত ‘মিতালী এক্সপ্রেস’ নামটির ব্যাপারে সম্মতি জানালে এই নাম চূড়ান্ত করা হবে।

আগামী ২৭ মার্চ বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এ ট্রেনটি বাংলাদেশ থেকে ছেড়ে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে বলেও জানান তিনি।

ট্রেনটি দুই দেশ থেকে সপ্তাহে দুদিন চলাচল করবে। বাংলাদেশ থেকে  প্রতি সোম ও বৃহস্পতিবার এবং  ভারত থেকে প্রতি রোববার ও বুধবার ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

এরআগে, ৭ মার্চ রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এক অনুষ্ঠানে জানিয়েছিলেন, মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ ঢাকা থেকে চিলাহাটি হলদিবাড়ি দিয়ে ভারতের নিউ জলপাইগুড়ি পর্যন্ত ট্রেন চালু হবে। সেসময় তিনি জানান, দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকা থেকে আনুষ্ঠানিকভাবে এই নতুন এই রুটে রেল যোগাযোগের উদ্বোধন করবেন।

ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ২২শ’ টাকা। এছাড়া উত্তরাঞ্চলের মানুষেরা চিলাহাটি স্টেশন থেকেও যাতায়াত করতে পারবে। 

তাদের জন্য কয়েকটি বগি নির্ধারিত থাকবে। যেটি কেবল নিউ জলপাইগুড়ি থেকে চিলাহাটি পর্যন্ত যাতায়াত করবে। আর তাদের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭শ’ টাকা।  

প্রকৌশলনিউজ/এসআই