দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে নেতৃত্ব দিতে যাচ্ছে বাংলাদেশ : ওয়াল স্ট্রিট জার্নাল
দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে নেতৃত্ব দিতে যাচ্ছে বাংলাদেশ। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে নেতৃত্ব দিতে যাচ্ছে বাংলাদেশ। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ পেয়েছে। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) এ সুপারিশ করে। স্বাধীনতার ৫০ বছর পর দেশটি এ মাইলফলক অর্জন করে।
এ ঘটনাকে বাংলাদেশের জন্য বড় অর্জন হিসেবে আখ্যা দিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। দক্ষিণ কোরিয়া, চীন ও ভিয়েতনামের উন্নয়নের সঙ্গে বাংলাদেশের মিল আছে উল্লেখ করে সংবাদমাধ্যমটিতে প্রকাশিত 'বাংলাদেশ ইজ বিকামিং সাউথ এশিয়াস ইকোনমিক বুল কেস' শীর্ষক এক নিবন্ধে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া, চীন ও ভিয়েতনামে সফল যেসব উন্নয়ন মডেলের মাধ্যমে বড় ধরনের অর্থনৈতিক অগ্রগতি হয়েছে, সেদিক থেকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের নাম উল্লেখযোগ্য। স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার ক্ষেত্রে রপ্তানিমুখী উন্নয়ন বর্তমানে সবচেয়ে কার্যকর। আর বাংলাদেশে এই কাজটি হয়েছে খুব ভালোভাবে।
গত এক দশকে বাংলাদেশের রপ্তানি ৮০ ভাগ বেড়েছে। মূলত গার্মেন্ট শিল্পকে ভর করে এ রপ্তানি সম্ভব হয়েছে। এ সময়ে দক্ষিণ এশিয়ার অপর দুই দেশ ভারত ও পাকিস্তানের রপ্তানি কমেছে। ২০১১ সালে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ভারতের চেয়ে ৪০ শতাংশ কম ছিল। কিন্তু গত বছর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) অনুমান করে বাংলাদেশের ভারতের চেয়ে বেশি হবে অথবা সমান হবে।
প্রকৌশল নিউজ/এমআর