নির্বাচন বিধি লঙ্ঘন করে প্রার্থীর সমাবেশ আঃলীগ এমপি
ঝিনাইদহ পৌরসভা নির্বাচনের তারিখ যতো এগিয়ে আসছে, ততোই গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এক কথায় প্রচার প্রচারণায় মুখরিত হয়ে উঠছে শহরটি। স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল নির্বাচনী আচরণ বিধি মানলেও, মানছেন না আওয়ামী লীগ প্রার্থী আব্দুল খালেক। এবার প্রার্থীর হয়ে মাঠে স্থানীয় এমপি।
ঝিনাইদহ পৌরসভা নির্বাচনের তারিখ যতো এগিয়ে আসছে, ততোই গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এক কথায় প্রচার প্রচারণায় মুখরিত হয়ে উঠছে শহরটি। স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল নির্বাচনী আচরণ বিধি মানলেও, মানছেন না আওয়ামী লীগ প্রার্থী আব্দুল খালেক। এবার প্রার্থীর হয়ে মাঠে স্থানীয় এমপি।
বৃহস্পতিবার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ শহরের পায়রা চত্বরে এক বিশাল সমাবেশ করে। সমাবেশে আওয়ামী লীগ প্রার্থীর জন্য ভোট চান জেলা আওয়ামী লীগের সভাপতি ও এমপি আব্দুল হাই। একই জায়গায় স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ূম শাহরিয়ার জাহেদীর প্রতিবাদ সমাবেশ করার কথা থাকলেও প্রশাসনের অনুরোধে তিনি তা করেন নি। তবে, পুলিশ সুপারের নির্দেশ অমান্য করে জনসভা চালিয়ে যান এমপি আব্দুল হাই। ভোটের আগে এমপি'র এমন সমাবেশ করা ও ভোট চাওয়া যা আচরণ বিধির সম্পূর্ণ লঙ্ঘন। এ নিয়ে প্রশ্ন ওঠায় এরই মধ্যে এমপিকে সতর্ক করেছে নির্বাচন কমিশন।