পরীমণির বিরুদ্ধে গুলশানে ক্লাব ভাঙচুরের অভিযোগ
বাংলা সিনেমার গ্লামার গার্ল খ্যাত চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে এবার পাল্টা অভিযোগ দিয়েছেন রাজধানীর একটি ক্লাব। গুলশানের অল কমিউনিটি ক্লাব কর্তৃপক্ষের অভিযোগ এই চিত্রনায়িকা তাদের ক্লাব ভাঙচুর করেছে।
বাংলা সিনেমার গ্লামার গার্ল খ্যাত চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে এবার পাল্টা অভিযোগ দিয়েছেন রাজধানীর একটি ক্লাব। গুলশানের অল কমিউনিটি ক্লাব কর্তৃপক্ষের অভিযোগ এই চিত্রনায়িকা তাদের ক্লাব ভাঙচুর করেছে।
ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে পরীমণি মামলা দায়ের করার দুদিন পর গুলশানের অল কমিউনিটি ক্লাবে এই নায়িকার বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ উঠেছে। ক্লাব কর্তৃপক্ষের অভিযোগ গত ৭ জুন পরীমণি ও তাঁর সঙ্গে আরও কয়েকজন ক্লাবে গিয়ে গ্লাস ভাঙচুর করেছেন।
পরীমণির বিরুদ্ধে গুলশান থানায় ক্লাব কর্তৃপক্ষ জিডি করেছে বলে একটি সূত্র জানালেও পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ৭ জুন গভীর রাতে। তবে এ ঘটনায় বুধবার রাত সোয়া ৮টা পর্যন্ত থানায় সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা হয়নি। তবে পুলিশ নতুন করে ওই ঘটনা তদন্তে ক্লাব পরিদর্শনে যাবে।
অল কমিউনিটি ক্লাব কর্তৃপক্ষের অভিযোগের বিষয়ে চিত্রনায়িকা পরীমণি গণমাধ্যমকে বলেন ‘এটা ফালতু একটা অভিযোগ। এতোদিন পরে কেন এই অভিযোগ?’
বুধবার রাতে গুলশান থানা পুলিশ জানিয়েছে, গত ৭ জুন গভীর রাতে ৯৯৯ এর একটি কলে গুলশান থানা-পুলিশের একটি দল অল কমিউনিটি ক্লাবে যায়। সেখানে গিয়ে দেখা যায়, কথা-কাটাকাটির জেরে ক্লাবে গ্লাস ভাঙচুর করেছেন পরীমণি। পরে আর এ ঘটনায় কেউ অভিযোগ করেননি।
ডিএমপির গুলশান বিভাগ ও গুলশান থানা পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছে, কেউ অভিযোগ না করায় কোনো তদন্ত করা হয়নি। তবে ঘটনার দিন যেহেতু ৯৯৯ এ ফোনের পর ঘটনা স্থলে পুলিশের একটি টিম গিয়েছিল, সেহেতু আবারো সেখানে পরিদর্শনে যেতে হতে পারে।
অল কমিউনিটি ক্লাবের সভাপতি কে এম আলমগীর ইকবালের কাছে এবিষয়ে জানতে যোগাযোগ করা হলেও কোনা বক্তব্য পাওয়া যায়নি।
গত ৮ জুন পরীমণি ঢাকা বোট ক্লাবে গেলে সেখানে তাঁকে ধর্ষণ ও হত্যার চেষ্টা হয় বলে অভিযোগ করেন। এই ঘটনায় গত সোমবার ৬ জনকে আসামি করে মামলা করেন ঢাকাই সিনেমার আলোচিত এই নায়িকা। মামলার পর গোয়েন্দা পুলিশ প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
প্রকৌশল নিউজ/এমআরএস