পাকিস্তানের মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ৩০
পাকিস্তানের পেশওয়ারে শুক্রবার জুমার নামাজের সময় শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশত মানুষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।
পাকিস্তানের পেশওয়ারে শুক্রবার জুমার নামাজের সময় শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশত মানুষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।
শুক্রবার (৪ মার্চ) পেশোয়ারের কোচা রিসালদারে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।
আলজাজিরার খবরে বলা হয়, পাকিস্তানের পেশওয়ারের পুরাতন শহরে শিয়া সম্প্রদায়ের কুচা রিসালদার মসজিদে জুমার নামাজের সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় বহু মুসল্লি আহত হয়েছেন। যাদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।
পেশওয়ারের পুলিশ প্রধান মুহাম্মদ ইজাজ খান বলেন, সংঘর্ষ শুরু হয় মসজিদের বাইরে থাকা পুলিশের ওপর বন্দুকধারীদের এলোপাথাড়ি গুলি ছোড়ার মাধ্যমে।
তিনি আরও বলেন, এ সংঘর্ষে এক বন্দুকধারী ও পুলিশের এক সদস্য নিহত হন। এ সময় পুলিশের অপর সদস্য আহত হয়েছেন। পরে বাকি হামলাকারীরা মসজিদের মধ্যে ঢুকে পড়ে এবং বোমা বিস্ফোরণ ঘটায়।
লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ আসিম বলেন, ৬০ জনের বেশি মুসল্লি আহত হয়েছেন এবং মৃতুর সংখ্যা বাড়তে পারে।
এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।