প্রোটিয়া নারী ইমার্জিং দলের বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ

আগের দুই ম্যাচের দাপুটে জয়ের পর এবার দুই ম্যাচ হাতে রেখেই দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের বিপক্ষে সিরিজ জিতে নিল বাংলাদেশ নারী ইমার্জিং দল।

প্রোটিয়া নারী ইমার্জিং দলের বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ

আগের দুই ম্যাচের দাপুটে জয়ের পর এবার দুই ম্যাচ হাতে রেখেই দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের বিপক্ষে সিরিজ জিতে নিল বাংলাদেশ নারী ইমার্জিং দল।

বৃহস্পতিবার সিলেটে তৃতীয় ওয়ানডেতে আগে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলকে শুরুতেই চেপে ধরে বাংলাদেশ দলের বোলাররা। নাহিদা ও রিতু মনি চাপের মুখে ফেলে দেন দক্ষিণ আফ্রিকা নারী দলের ব্যাটসম্যানদের। তিন রানে অ্যানেরি ডেরেকসনের পর, শূন্য রানে বিদায় নেন ফেয়া টুনিক্লেফ।

শুরুতেই বিপাকে পড়া দক্ষিণ আফ্রিকা দলকে আর টেনে তুলতে পারেননি কেউ। স্বাগতিক বোলারদের তাণ্ডবে মাত্র ৯২ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ধারাবাহিকতা ধরে রেখে তিনটি করে উইকেট নিয়েছেন রিতু মনি ও নাহিদা।

তবে ৯৩ রানের টার্গেট নিয়ে ব্যাটিংয়ে নামার শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের। মাত্র তিন রানেই শামিমাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান মিশেলা অ্যান্ড্রুস। গত ম্যাচে সেঞ্চুরি করা নিগার সুলতানাও তার আলো ছড়াতে পারেননি। তবে, হাল ধরেছেন মুর্শিদা। তার ৪৬ রানের সঙ্গে ফারজানা করেন ১৬। আর তাতেই মাত্র চার উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বাংলার মেয়েরা।

সংক্ষিপ্ত স্কোরঃ

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ৯২ (ওভার ৩৩.৩)

বোস ৩০, স্টেইন ১৯: রাবেয়া ৩-১৫

বাংলাদেশ ইমার্জিং ৯৩-৪ (ওভার ২৮)

মুর্শিদা ৪৬, ফারজানা ১৬: উইন্সটার ১-১৭

প্রকৌশল নিউজ/এমআর