মালিতে ব্যানএফপিউ-১ কর্তৃক জাতিসংঘ আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উদযাপন

বিশ্বের বিভিন্ন মিশনের ন্যায় মালির বামাকোয় জাতিসংঘ আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস (২৯ মে) উদযাপন করল ব্যানএফপিউ-১ ক্যাম্প। দিবসটি উদযাপন উপলক্ষ্যে ২৮ মে ২০২১ তারিখে মিনুসমা সদর দপ্তর বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে।

মালিতে ব্যানএফপিউ-১ কর্তৃক জাতিসংঘ আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উদযাপন

বিশ্বের বিভিন্ন মিশনের ন্যায় মালির বামাকোয় জাতিসংঘ আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস (২৯ মে) উদযাপন করল ব্যানএফপিউ-১ ক্যাম্প। দিবসটি উদযাপন উপলক্ষ্যে ২৮ মে ২০২১ তারিখে মিনুসমা সদর দপ্তর বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে।

কর্মসূচীর অংশ হিসেবে মিনুসমা কর্তৃপক্ষ বামকোয় অবস্থিত ব্যানএফপিউ-১ ক্যাম্প প্রাঙ্গনে বিভিন্ন ক্রীড়া ইভেন্টের আয়োজন করে।

এ উপলক্ষ্যে আয়োজিত একটি প্রীতি ফুটবল ম্যাচে আইপিও, ব্যানএফপিউ এবং সেনএফপিউ এর সমন্বয়ে গঠিত ইউএন পুলিশ দল ইউএন আর্মি ফুটবল দলের বিপক্ষে ১-০ গোলে জয়লাভ করে।

পুরুষ ও নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণে দুটি প্রীতি ভলিবল ম্যাচও অনুষ্ঠিত হয়। পুলিশ চীফ অফ অপারেশনস্ কন্ট্রোলার জেনারেল মহামাত চরফাদাইন মারগুই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ চীফ অফ স্টাফ কর্ণেল রেইনহোল্ড রাউচ। ব্যানএফপিউ-১ ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার অ্যাডিশনাল এসপি এ.এন.এম. মারূফ আব্দুল্লাহ্ আমন্ত্রিত অতিথিবৃন্দকে স্বাগত জানান।

দিবসটি স্মরণে মিনুসমা সদর দপ্তর প্রাঙ্গণে মনোজ্ঞ কুচকাওয়াজের আয়োজন করা হয়।  কুচকাওয়াজে ব্যানএফপিউ-১ এর এক প্লাটুন সদস্য অংশগ্রহণ করে। এসআরএসজি এল-ঘাসিম ওয়ানে উক্ত কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন।

প্রকৌশল নিউজ/এমআরএস