রাজধানীতে চুরির সিএনজি গাজীপুরে উদ্ধার

রাজধানীতে চুরি হওয়া সিএনজি (অটোরিক্সা) গাজীপুর থেকে উদ্ধার করেছে ঢাকা মেট্রাপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ। চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজধানীতে চুরির সিএনজি গাজীপুরে উদ্ধার

রাজধানীতে চুরি হওয়া সিএনজি (অটোরিক্সা) গাজীপুর থেকে উদ্ধার করেছে ঢাকা মেট্রাপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ। চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার গোয়েন্দা গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এসএম রেজাউল হক এতথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতের নাম মো. মোখলেছুর রহমান বাবুল (৫১)।

বুধবার গাজীপুর মহানগরের টঙ্গীপূর্ব থানার পূর্ব আরীচপুর মদিনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে বাবুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে চুরি হয়ে যাওয়া সিএনজিটি উদ্ধার করা হয়।

গোয়েন্দা গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এসএম রেজাউল হক জানান, গত ৭ মে রাজধানীর দারুসসালাম থানা এলাকা থেকে সিএনজিটি চুরি হয়। এ ঘটনায় ভিকটিম দারুসসালাম থানায় একটি মামলা করে। এরপর মামলার তদন্ত শুরু করে গোয়েন্দা গুলশান বিভাগ।

তিনি জানান, এ মামলা তদন্তকালে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় সিএনজি চোর চক্রের এক সদস্যের অবস্থান সনাক্ত করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রকৌশল নিউজ/এমআরএস