রোববার থেকে ফায়ার সার্ভিসের নতুন নম্বর

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর পরিবর্তন হচ্ছে। রোববার (১১ এপ্রিল) থেকে ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর ৯৫৫৫৫৫৫ এর পরিবর্তে হবে ০২২২৩৩৫৫৫৫৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

রোববার থেকে ফায়ার সার্ভিসের নতুন নম্বর

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর পরিবর্তন হচ্ছে।

রোববার (১১ এপ্রিল) থেকে ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর ৯৫৫৫৫৫৫ এর পরিবর্তে হবে ০২২২৩৩৫৫৫৫৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন বলেন, ‘বর্তমান সরকার সারাদেশে ডিজিটালাইজেশনের যে কর্মসূচি পালন করে যাচ্ছে তারই অংশ হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে আধুনিকায়ন করা হচ্ছে। আর এই নম্বরের ফলে যেকোন তথ্য আদান-প্রদান এখন আরও সহজ হলো।’

এর আগে ২৮ মার্চ অধিদপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এক জানানো হয়, আগের নম্বরের পরিবর্তে নতুন ১১ ডিজিটের নম্বরটি রোববার বেলা ১১টা থেকে চালু থাকবে। যেখানে একসঙ্গে ১০ জন সেবাগ্রহীতা তাদের সেবা নিতে পারবেন।

প্রকৌশল নিউজ/এমএস