২০ মে রোজিনা ইসলামের জামিন শুনানি
স্বাস্থ মন্ত্রণালয়ে নির্যাতনের শিকার সাংবাদিক রোজিনা ইসলামের জামিন শুনানির জন্য আগামী ২০ মে বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আদালত।
স্বাস্থ মন্ত্রণালয়ে নির্যাতনের শিকার সাংবাদিক রোজিনা ইসলামের জামিন শুনানির জন্য আগামী ২০ মে বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত এ আদেশ দেন। এর আগে, রোজিনার রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শুনানি শেষে রোজিনা ইসলামের আইনজীবী এহসানুল হক সামাজি বলেন, ‘রোজিনার বিরুদ্ধে মামলা উদ্দেশ্যেপ্রণোদিত ও মানহানিকর।’
মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের করা ‘অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট’ মামলায় গ্রেপ্তার সাংবাদিক রোজিনা ইসলামকে সিএএম আদালতে নেওয়া হয়েছে।
পেশাগত দায়িত্ব পালনের জন্য সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টার বেশি আটকে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।
রাত সাড়ে আটটার দিকে পুলিশ তাকে শাহবাগ থানায় নিয়ে যায়।
মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডাঃ মােঃ শিব্বির আহমেদ ওসমানী শাহবাগ থানায় তার বিরুদ্ধে মন্ত্রণালয়ের পক্ষে অভিযোগ দায়ের করেন। পরে তার অভিযোগটি মামলা আকারে রুজু করে পুলিশ। পরে পুলিশ জানায়, তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।