দেশে করোনায় রেকর্ড মৃত্যু ১৫৩, মৃত্যু ছাড়ালো ১৫ হাজার

মহামারি করোনাভাইরাসে সংক্রমণের ৪৮৩ তম দিন শেষে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩৪ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৫ জনে।

দেশে করোনায় রেকর্ড মৃত্যু ১৫৩, মৃত্যু ছাড়ালো ১৫ হাজার

মহামারি করোনাভাইরাসে সংক্রমণের ৪৮৩ তম দিন শেষে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩৪ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৫ জনে।

গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ৬ হাজার ৬৬১ জনের শরীরে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জন। 

রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই সময়ে সরকারি ও বেসরকারি ৬০৩ টি ল্যাবরেটরিতে ২৯ হাজার ৩১৫ টি নমুনা সংগ্রহ ও ২৯ হাজার ৮৭৯ টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৬৭ লাখ ২৩ হাজার ৫৬০ টি। নমুনা পরীক্ষা করা হয়েছে সরকারি ব্যবস্থাপনায় ৪৯ লাখ ১০ হাজার ৯৮৩ টি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৮ লাখ ১২ হাজার ৫৭৭ টি।

নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৮ দশমিক ৯৯ শতাংশ। মোট পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ০৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৯৮ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৮ লাখ ৩৩ হাজার ৮৯৭ জন। সুস্থতার হার ৮৮ দশমিক ২৫ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

প্রকৌশল নিউজ/সু