বিজয় দিবস উপলক্ষে আইইবি’র আলোচনা সভা মঙ্গলবার

মহান বিজয় দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) “মহান বিজয় দিবসের তাৎপর্য” শীর্ষক এক আলোচনা সভা করবে মঙ্গলবার।
বিকাল ৫টায় আইইবি সদর দফতরের কাউন্সিল হলে (নতুন ভবনের ২য় তলায়) সকল স্বাস্থ্যবিধি মেনে এ আলোচনা সভার অনুষ্ঠিত হবে বলে আইইবি’র পক্ষ থেকে জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর প্রাক্তন প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মো. হাবিবুর রহমান।
আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, আইইবি’র ভাইস প্রেসিডেন্ট (এইচআরডি) প্রকৌশলী মো. নূরুজ্জামান, আইইবি’র প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মুনীর উদ্দিন আহমেদ, আইইবি’র ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, আইইবি’র ভাইস প্রেসিডেন্ট (এসএন্ডডব্লিউ) প্রকৌশলী এস এম মনজুরুল হক মঞ্জু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. নূরুল হুদা।