র্যাব-১০ এর অভিযান, ৮০ কেজি গাঁজা উদ্ধার
ঢাকার দক্ষিন কেরাণীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ৮০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
ঢাকার দক্ষিন কেরাণীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ৮০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার কেরাণীগঞ্জ থানাধীন তেঘরিয়া সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে এদের গ্রেফতার করে র্যাব-১০।
শুক্রবার বিকাল ৩ টা হতে সাড়ে ৪ টা পর্যন্ত র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরাণীগঞ্জ থানাধীন তেঘরিয়া সিএনজি স্ট্যান্ড এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এ সময় ট্রাকে থাকা মাছের ড্রামের মধ্যে অভিনব কায়দায় মাছের নামে গাঁজা পরিবহনকালে ৮০(আঁশি) কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, মো. রনি (২২) ও মো. রাশেদ (২৪)। এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি কার্গোট্রাক, ১ টি মোবাইল ফোন ও নগদ ৫৮০/-(পাঁচশত আশি) টাকা জব্দ করা হয়।
র্যাব-১০ জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ মাছের ট্রাকে করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মদকদ্রব্য সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকৌশলনিউজ/সু