করোনায় প্রাণ হারালেন শ্রাবণ, নাদিম জুটি হারা
ভেঙে গেল নব্বইয়ের দশকের বলিউডের সব চেয়ে হিট সংগীত পরিচালক ‘নাদিম-শ্রাবণ’ জুটি।
প্রাণঘাতী করোনাভাইরাসের ছোবলে নিভে গেল শ্রাবণ রাঠোরের জীবন প্রদীপ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। শ্রাবণের প্রয়াণে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া।
মাত্র কয়েক দিন আগেই করোনায় আক্রান্ত হন শ্রাবণ। কো-মর্বিডিটি ছিল তার। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মাহিমের এসএল রাহিজা হাসপাতালে ভর্তি করা হয়। ক্রমেই তার শরীর আরও খারাপ হতে থাকে। পরিস্থিতি অতি সঙ্কটজনক বুঝেই ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয় শ্রবণকে। কিন্তু শেষ পর্যন্ত শ্রাবণ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে গেলেন।
বলিউডে আশিকি, দিল হ্যায় কি মানতা নেহি, সাজান, ফুল ঔর কাটে, সাড়াক, দিল কা কেয়া কাসুর, দিওয়ানা, দামিনী, হাম হ্যায় রাহি পেয়ার কে, রাঙ, দিলওয়ালে, বারসাত, রাজা, অগ্নিসাক্ষী, সাজান চালে সাসুরাল, জীত, রাজা হিন্দুস্থানী, জুদাই, মোহাব্বত, পারদেস, আ আব লৌট চালে, সের্ফ তুম, ধাড়কান, কাসুর, ইয়ে দিল আশিকানা, হা ম্যায়নে ভি পেয়ার কিয়া হ্যায়, রাজ, হাম তুমহারে হ্যায় সানাম, জিনা সের্ফ মেরে লিয়ে, দিল কা রিস্তা, আন্দাজ, কায়ামাত-সহ আরও অনেক জনপ্রিয় হিন্দি ছবির সংগীত পরিচালক ছিলেন নাদিম ও শ্রাবণ।
প্রকৌশল নিউজ/এমএস