সাতক্ষীরার ভোমরা বন্দরে অবৈধ আমদানিকৃত পন্য আটক
ভারত থেকে ক্যাপসিকাম আমদানির ঘোষণা দিয়ে বিপুল পরিমান ওষুধ, সিগারেট ও মোবাইল সেট অবৈধভাবে আনায় সাতক্ষীরার ভোমরা বন্দরে তা আটক করা হয়েছে।
ভারত থেকে ক্যাপসিকাম আমদানির ঘোষণা দিয়ে বিপুল পরিমান ওষুধ, সিগারেট ও মোবাইল সেট অবৈধভাবে আনায় সাতক্ষীরার ভোমরা বন্দরে তা আটক করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে সরকারি পার্কিং এ শুল্ক গোয়েন্দা সংস্থার একটি দল এসব আটক করে।
মামুন ট্রেডার্স নামের একটি সিএন্ডএফ এজেন্ট এর লাইসেন্স ভাড়া নিয়ে এই ক্যাপসিকাম ভারত থেকে বাংলাদেশে এনে খালাস করাচ্ছিল সিএন্ডএফ খালিদ হোসেন শান্ত। ভারতীয় ওই ট্রাকে (ডব্লিউবি- ৪১০৬৯৮৩) ছিল ৮২ কার্টুন ক্যাপসিকাম। বগুড়ার সিদ্ধার্থ এন্টারপ্রাইজ ওই মালের আমদানিকারক।
সন্ধ্যায় তল্লাশি অভিযান চলাকালে শুল্ক গোয়েন্দা কর্মকর্তা আমির মামুন জানান, কয়েকটি কার্টুন খুলে বেশ কিছু পরিমান ওষুধ ও ৬৪টি ভারতীয় মোবাইল সেট পাওয়া গেছে। এখনও সবগুলি কার্টুন খুলা হয়নি। গণনার চলছে, গণনার পরে বিস্তারিত জানা যাবে।
এ ব্যাপারে সিএডএফ এসোসিয়েসানের সেক্রেটারি মো: মোস্তাফিজুর রহমান নাছিমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, লক ডাউনের কারণে পোর্টে যাইনি। তবে অবৈধ পণ্য ডুকেছে তিনি নিশ্চিত করেন।