অভিনেতা কাফি খানের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের এক সময়ের সংবাদ পাঠক, অভিনেতা ও বাচিক শিল্পী কাফি খানের মৃত্যুতে  গভীর শোক ও দুঃখ  প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

অভিনেতা কাফি খানের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের এক সময়ের সংবাদ পাঠক, অভিনেতা ও বাচিক শিল্পী কাফি খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

এক শোক বার্তায় ড. মোমেন বলেন, কাফি খান ছিলেন এক জীবন্ত কিংবদন্তী ।

শুক্রবার পররাষ্ট্র্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
 
পররাষ্ট্রমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।