আ. লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটিতে পীরগঞ্জের মাসুম
রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার সন্তান, সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মাসু্ম বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটি'র সদস্য মনোনীত হয়েছেন।
রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার সন্তান, সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মাসু্ম বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটি'র সদস্য মনোনীত হয়েছেন।
গত শনিবার (২০ ফেব্রুয়ারি) এই উপকমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে নিজের নাম অন্তর্ভুক্তি প্রসঙ্গে মাসুম বলেন, ‘স্কুল জীবন থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে ইউনিয়ন ছাত্রলীগের রাজনীতি দিয়ে আমার রাজনৈতিক জীবনের পথচলা শুরু। ২০০৩ সালে আমার সহোদর মাসুদ মিয়ার হাত ধরে স্কুল জীবনে ছাত্রলীগের রাজনীতির হাতেখড়ি। সেই পথচলা আজও চলমান। বিগত ১/১১ এ যখন বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কারারুদ্ধ করা হয় তখন নেত্রী মুক্তি আন্দোলনে সম্পৃক্ত থাকার সুযোগ হয়েছিল আমার।’
তিনি আরও বলেন, ‘সকল প্রকার আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখার চেষ্টা করেছি। আগামী দিনেও মাননীয় প্রধানমন্ত্রী'র ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমি নিজেকে উজাড় করে কাজ করে যাব। আমাকে ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য মনোনীত করায় পীরগঞ্জের পুত্রবধূ, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা'র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’