আইপিএলে ৩ কোটিতে শাহরুখের দলে বাংলার সাকিব

আইপিএল-২১ আসরে সাবেক দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন বিশ্ব সেরা অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসান। ৩ কোটি ২০ লাখ ভারতীয় রুপিতে তাকে দলে ভিড়িয়েছে দলটি।

আইপিএলে ৩ কোটিতে শাহরুখের দলে বাংলার সাকিব

আইপিএল-২১ আসরে সাবেক দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন বিশ্ব সেরা অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসান। ৩ কোটি ২০ লাখ ভারতীয় রুপিতে তাকে দলে ভিড়িয়েছে দলটি।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় চেন্নাইয়ে শুরু হয়েছে আইপিএল ২১-এর নিলাম কার্যক্রম। সেখানে নিলামের ২ নম্বর সেটে ছিল সাকিবের নাম। নিলামে শুরুর দিকেই সাকিবের নাম ওঠে। শুরুতে তার ভিত্তিমূল্য হয় ২ কোটি রুপি।

প্রথম ডাকেই সাকিবের দাম ২ কোটি ২০ লাখ রুপি হাঁকায় কলকাতা নাইট রাইডার্স। ২ কোটি ৪০ লাখ হাঁকায় কিংস ইলাভেন পাঞ্জাব। এ দুই ফ্রাঞ্চাইজির মধ্যে বেশি কিছু সময় কাড়াকাড়ি চলে। শেষ পর্যন্ত ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে নেয় শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স।

সাকিব কেকেআরের সাবেক তারকা। সানরাইজার্স হায়দরাবাদের হয়েও আইপিএল মাতিয়েছেন। ২০১১ সাল থেকে আইপিএলে অংশগ্রহণ করে আসছেন এ অলরাউন্ডার। ২০১১ থেকে ২০১৭ আইপিএল পর্যন্ত কেকেআরে ছিলেন। ২০১৮ আইপিএলে সম্পর্কে ছেদ করে কলকাতা ছেড়ে সানরাইজার্স হায়দরাবাদ যোগ দেন।

তবে এক বছরের নিষেধাজ্ঞার কারণে ২০২০ সালে আসরে খেলতে পারেননি তিনি। এক আসর বিরতি দিয়ে আবার আইপিএল নিলামে সাকিব ফিরেন সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটেগরিতে।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সাকিবই সবচেয়ে বেশি আইপিএলে খেলেছেন। মোট ৬৩টি ম্যাচের মধ্যে ৪৬টিতে ব্যাটিং করার সুযোগ পান। আইপিএলে ১২৬.৬৬ স্ট্রাইক রেটে ব্যাট হাতে করেছেন ৭৪৬ রান।  বল হাতে ৬২ ইনিংসে ৫৯ উইকেট শিকার করেছেন তিনি।

প্রকৌশল নিউজ/এস