আগামীকাল থেকে বন্ধ করোনার প্রথম ডোজ

আগামীকাল থেকে পরবর্তী নির্দেশ না দেয়ার পর্যন্ত করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেয়ার কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আগামীকাল থেকে বন্ধ করোনার প্রথম ডোজ

আগামীকাল থেকে পরবর্তী নির্দেশ না দেয়ার পর্যন্ত করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেয়ার কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থপনা টাস্কফোর্স কমিটি'র সদস্য সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডাইরেক্টর (এমএসসিএন্ডওএইচ) ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২৬ এপ্রিল) থেকে পরবর্তীতে নির্দেশ না দেয়া পর্যন্ত কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের ১ম ডোজ টিকা প্রদান সাময়িকভাবে বন্ধ থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোকে যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য অনুরোধ জানানো হয়।