ফের করোনায় মৃত্যু ১০১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মহামারীতে আক্রান্ত হয়ে মারা গেলেন ১১ হাজার ০৫৩ জন।

ফের করোনায় মৃত্যু ১০১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ১০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মহামারীতে আক্রান্ত হয়ে মারা গেলেন ১১ হাজার ০৫৩ জন।

৩৫০টি ল্যাবে ২১ হাজার ৯২২টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৯২২ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৭ লাখ ৪৫ হাজার ৩২২ জন।

রোববার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩০১ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ লাখ ৫৭ হাজার ৪৫২ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩.৩৩ শতাংশ।

মারা যাওয়া ১০১ জনের মধ্যে পুরুষ ৫২ এবং নারী ৪৯ জন। স্থান বিবেচনায় সরকারি হাসপাতালে ৬৯ এবং বেসরকারি হাসপাতালে ৩২ জন মারা যান।

এর আগে শনিবার (২৪ এপ্রিল) দেশে ২ হাজার ৬৯৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৮৩ জন।

প্রকৌশল নিউজ/এমআর