ই-কমার্স গ্রাহকদের লোভ কমানোর পরামর্শ হাইকোর্টের
ই-কমার্স গ্রাহকদের লোভ কমানোর পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ই-কমার্সের ফাঁদ থেকে বাঁচতে মানুষকে সচেতন ও জনস্বার্থে প্রচারণা চালানোর পরামর্শও দিয়েছেন আদালত।
 
                                ই-কমার্স গ্রাহকদের লোভ কমানোর পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ই-কমার্সের ফাঁদ থেকে বাঁচতে মানুষকে সচেতন ও জনস্বার্থে প্রচারণা চালানোর পরামর্শও দিয়েছেন আদালত।
রোববার (১৯ সেপ্টেম্বর) এক রিট মামলার শুনানিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ পরামর্শ দেন।
ফোনালাপে আড়িপাতা বন্ধে রিটের শুনানিতে আইনজীবী শিশির মনিরের কাছে ই-কমার্স বিষয়ে জানতে চান।
তখন আইনজীবী মোহাম্মদ শিশির মনির আদালতকে বলেন, আমাদের দেশের ই-কমার্স প্রতিষ্ঠানগুলো প্রথমে অফার দেবে একটা মোটরসাইকেলের টাকায় দুইটা মোটরসাইকেল। এরপর গ্রাহকরা টাকা দিয়ে মোটরসাইকেল পাবে এবং টাকাটা বাংলাদেশ ব্যাংকের গেইট ওয়ে দিয়ে ই-কমার্স প্রতিষ্ঠানে চলে যাবে।
এরপর আবার দুইটা কিনলে আরও দুইটা ফ্রি, চারটা কিনলে আরও চারটা ফ্রি পাবে এমন অফার আসে এবং গ্রাহক সে মোটরসাইকেল পায়। কিন্তু এক পর্যায়ে যখন গ্রাহক অধিক সংখ্যক অর্ডার করে যেমন, আটটা মোটরসাইকেল কিনলে আরও আটটা মোটরসাইকেল পাওয়ার জন্য টাকা দেয় তখন সে টাকা চলে যায়, কিন্তু মোটরসাইকেল আর আসে না।
এই আইনজীবী আরও বলেন, অতিরিক্ত লোভে পড়ে গ্রাহক বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান দ্বারা প্রতারিত হচ্ছে।
এ সময় আদালত এ আইনজীবীকে বলেন, ‘হ্যাঁ আমরা তো দেখি, একটা কিনলে আরেকটা ফ্রি। বিমানের টিকিট কিনলে হোটেল ফ্রি। আপনারা তো পাবলিক ইন্টারেস্টের মামলা করেন। আপনাদের উচিত পাবলিকদের সচেতন করা, তারা যেন এক্ষেত্রে লোভ কমান।’ আপনাদের উচিত মানুষকে সচেতন করা, তারা যেন লোভে না পড়ে।
প্রকৌশলনিউজ/সু
 
                         khanjayan7@gmail.com
                                    khanjayan7@gmail.com                                 
                 
                 
                 
                 
                 
                 
                 
            
             
            
             
            
             
            
             
            
             
            
             
            
             
            
             
            
            
 
            
             
            
             
            
             
            
             
            
             
            
                                        
                                     
            
             
            
             
            
             
            
            