৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার তিন
 
                                রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।
গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ হোসেন আলী (৫২), আমেনা বেগম (৪০) ও মোঃ ফুল মিয়া (৫৫)। এসময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গোয়েন্দা উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ শাহিদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সোয়া ১০ টায় টায় মিরপুর মডেল থানার উত্তর পীরের বাগ, ৬০ ফিট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে মর্মে পুলিশের এই গোয়েন্দা কর্মকর্তা জানান। এ ঘটনায় মিরপুর মডেল থানায় মামলা হয়েছে।
প্রকৌশল নিউজ/এমআরএস
 
                         sumon.reporter.cr@gmail.com
                                    sumon.reporter.cr@gmail.com                                 
                 
                 
                 
                 
                 
                 
                 
            
             
            
             
            
             
            
             
            
             
            
             
            
             
            
             
            
            
 
            
             
            
             
            
             
            
             
            
             
            
                                        
                                     
            
             
            
             
            
             
            
            