ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে ৩ নতুন মুখ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৮ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে দলে প্রথমবারের মত জায়গা পেয়েছেন ৩ জন। এরা হলেন, অফ স্পিনার মেহেদি হাসান এবং পেসার হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে ৩ নতুন মুখ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৮ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে দলে প্রথমবারের মত জায়গা পেয়েছেন ৩ জন। এরা হলেন, অফ স্পিনার মেহেদি হাসান এবং পেসার হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

শনিবার বিকেলে এই ১৮ সদস্যের দল ঘোষণা করা হয়। 

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন সাকিব আল হাসান। এছাড়া ২০১৯ সালে শ্রীলংকা সফরের পর প্রথম বার ওয়ানডে দলে জায়গা পেলেন তাসকিন। মার্চে অধিনায়ক হিসেবে ওয়ানডে দলের দায়িত্ব পাওয়ার পর এটিই তামিম ইকবালের প্রথম ওয়ানডে সিরিজ।

আগামী ২০ জানুয়ারি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে হবে ২২ জানুয়ারি। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ ২৫ জানুয়ারি, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

ওয়ানডে সিরিজের দল: তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ, আফিফ হেসেন, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মেহেদি হাসান, রুবেল হোসেন।