ফুলবাড়িয়ায় দোকান উচ্ছেদকে কেন্দ্র করে চলছে ধাওয়া পালটা ধাওয়া
রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পুলিশ ব্যারিকেডের মধ্য দিয়ে সকাল থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হলেও ব্যবসায়ীদের বাধার মুখে সিটি করপোরেশন এক পর্যায়ে দুপুরের দিকে অভিযান শুরু করে। অভিযান শুরুর পর দোকান মালিক ও সিটি করপোরেশনের লোকজনের মধ্য ধাওয়া পাল্টা ধাওয়া চলছে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে সিটি করপোরেশনের বুলডোজার দিয়ে মার্কেটের অবৈধ স্থাপনা ভাঙার সঙ্গে সঙ্গে এখানে থাকা লোকজন ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এক পর্যায়ে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে। এদিকে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সদর দপ্তর সংলগ্ন সড়কে পুলিশ রশি দিয়ে সড়ক আটকে এখানে অবস্থান নেয়।
সড়কে অবস্থান নেওয়া পুলিশের সামনে লোকজন অবস্থান নিলে এক পর্যায়ে পুলিশ মৃদু লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ প্রতিবেদন লেখার সময় ওই মার্কেটের অবৈধ স্থাপনা সিটি করপোরেশন ভাঙচুর করছিল।
দোকান মালিকদের অভিযোগ, তারা নগদ টাকায় দোকান কিনে ব্যাবসা শুরু করেছেন। দোকান গুড়িয়ে দিলে তাদের ক্ষতি পূরণ কে দিবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, আমি ১২ লাখ টাকায় দোকান কিনেছি মার্কেট সমিতির কাছ থেকে। তারা শুধু টাকা নিয়ে আমার দোকানের পজিশন দিয়েছে আমাকে কোন রশিট বা কোন কাগজ পত্র্ দেয়নাই।