পত্রিকা বিক্রেতা সেই খুকি পেলেন শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার
রাজশাহীর একমাত্র নারী সংবাদপত্র বিক্রেতা আফরোজা খুকি পেয়েছেন শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার। বুধবার (৯ ডিসেম্বর) খুকিসহ ১০ জনকে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সংবর্ধনা ও পুরস্কৃত করা হয়।
বেগম রোকেয়া দিবস উপলক্ষে রাজশাহী মহানগরীর সপুরায় মানবসম্পদ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতর এই অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ শরিফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক আব্দুল জলিল। বিশেষ অতিথি ছিলেন-সমাজসেবী শাহিন আক্তার রেনী, অধ্যাপক ড. তানজিমা জোহরা হাবিব ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শবনম শিরিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম রোকেয়া নারী জাগরণের পথিকৃত। সমাজের পিছিয়ে পড়া নারীদের সামনের দিকে এগিয়ে নিতে শিক্ষা ছাড়া কোনো বিকল্প নেই। বেগম রোকেয়া এ উপলব্ধি করতে পেরেছিলেন বলেই তিনি সর্বপ্রথম শিক্ষা নিয়ে কাজ শুরু করেছিলেন। তারই ধারাবাহিকতায় আজ সর্বক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছেন।
প্রসঙ্গত, রাজশাহী শহরের একমাত্র নারী হকার খুকি। খুকির বাড়ি নগরীর শিরোইল এলাকায়। তার পুরো নাম দিল আফরোজ খুকি। কিশোরী বয়সে ৭০ বছরের এক বৃদ্ধের সঙ্গে বিয়ে হয়েছিল তার। মাস যেতে না যেতেই স্বামী মারা যান। এরপরই শুরু হয় তার সংগ্রামী জীবন। নিজে সংগ্রাম করে চললেও তিনি তার উপার্জিত টাকার কিছু অংশ দিয়ে সমাজসেবা করেন। সম্প্রতি খুকিকে নিয়ে প্রচারিত একটি ভিডিও ভাইরাল হওয়ায় আলোচনায় আসেন খুকি। এরই মধ্যে অনেকেই খোঁজখবর নিতে যান খুকির বাড়িতে।
পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খুকির দায়িত্ব নিতে নির্দেশনা দেওয়া হয় রাজশাহী জেলা প্রশাসককে।