গণপূর্তের প্রধান প্রকৌশলী পদে পরিবর্তনের আভাস

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর পদটিতে দীর্ঘদিন অস্থায়ীভাবে দায়িত্ব পালন করে আসছেন মোহাম্মদ শামিম আখতার। বর্তমান স্থায়ী প্রধান প্রকৌশলী নিয়োগের লক্ষ্যে পরিবর্তন হতে পারে প্রধান কর্তা ব্যক্তির পদটি। এরই মধ্যে উঠে এসেছে দুই জন অতিরিক্ত প্রধান প্রকৌশলীর নাম। তারা হলেন, ঢাকা জোনের মোসলেহ উদ্দিন ও ঢাকা মেট্রো জোনের প্রদীপ কুমার বসু।

গণপূর্তের প্রধান প্রকৌশলী পদে পরিবর্তনের আভাস

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর পদটিতে দীর্ঘদিন অস্থায়ীভাবে দায়িত্ব পালন করে আসছেন মোহাম্মদ শামিম আখতার। বর্তমান স্থায়ী প্রধান প্রকৌশলী নিয়োগের লক্ষ্যে পরিবর্তন হতে পারে প্রধান কর্তা ব্যক্তির পদটি। এরই মধ্যে উঠে এসেছে দুই জন অতিরিক্ত প্রধান প্রকৌশলীর নাম। তারা হলেন, ঢাকা জোনের মোসলেহ উদ্দিন ও ঢাকা মেট্রো জোনের প্রদীপ কুমার বসু।

বিষয়টি গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের সূত্রে জানা যায়। ইতিমধ্যে ঐ দুই জন অতিরিক্ত প্রধান প্রকৌশলীর নাম সুপারিশ করে ফাইল মন্ত্রণায়লে পাঠানো হয়েছে বলে মন্ত্রণালয়ের একটি সুত্র প্রকৌশল নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে প্রধান প্রকৌশলীর পদ পেতে মরিয়া বেশ কয়েক জন প্রকৌশলী। তারা ক্ষমতাসীন দলের মন্ত্রী ও দলের প্রভাবশালী নেতাদের মাধ্যমে নানান তদবিরে ব্যস্ত হয়ে পড়েছেন। একটি নির্ভর যোগ্য সূত্র জানায়, কয়েকটি সংস্থার রিপোর্ট পর্যালোচনা করে প্রধান প্রকৌশলী নিয়োগের বিষয়টি অগ্রাধিকার পাবে।

কারণ বিগত সময় গণপূর্ত বিভাগের টেন্ডারবাজি অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বরাবরই প্রধান প্রকৌশলীর দিকেই ছিলো। সে ক্ষেত্রে সকারের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে একজন 'ক্লিন ইমেজের' প্রকৌশলীকে নিয়োগ দেওয়া হবে বলে নীতি নির্ধারকরা মনে করছেন।

এখন দেখার অপেক্ষায় কবে আসছে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর পরিবর্তন।