বাংলাদেশি গৃহকর্মীকে হত্যার দায়ে সৌদি গৃহকর্ত্রীর মৃত্যুদণ্ড

সৌদি আরবে কাজ করতে গিয়ে খুন হওয়া বাংলাদেশি গৃহকর্মী মোসা. আবিরন বেগমের ‘হত্যা মামলা’র প্রধান আসামি সৌদি নাগরিক গৃহকর্ত্রী আয়েশা আল জিজানিকে কিসাস (জানের বদলে জান)-এর রায় দিয়েছেন আদালত। রিয়াদের ক্রিমিনাল কোর্টের আদালত এ রায় ঘোষণা করেন।

বাংলাদেশি গৃহকর্মীকে হত্যার দায়ে সৌদি গৃহকর্ত্রীর মৃত্যুদণ্ড

সৌদি আরবে কাজ করতে গিয়ে খুন হওয়া বাংলাদেশি গৃহকর্মী মোসা. আবিরন বেগমের ‘হত্যা মামলা’র প্রধান আসামি সৌদি নাগরিক গৃহকর্ত্রী আয়েশা আল জিজানিকে কিসাস (জানের বদলে জান)-এর রায় দিয়েছেন আদালত। রিয়াদের ক্রিমিনাল কোর্টের আদালত এ রায় ঘোষণা করেন।

সোমবার রিয়াদের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

মামলার রায়ের খবরে বিষয়ে দূতাবাস জানায়, আদালত রায়ে প্রধান আসামি গৃহকর্ত্রী আয়েশা আল জিজানির বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে ইচ্ছাকৃত হত্যাকাণ্ড সংঘটিত করার কারণে কিসাসের রায় দেন। আদালত তার রায়ে গৃহকর্তা বাসেম সালেমের বিরুদ্ধে আলামত ধ্বংসের অভিযোগ, আবিরন বেগমকে নিজ বাসার বাইরে বিভিন্ন জায়গায় কাজে পাঠানো ও চিকিৎসার ব্যবস্থা না করায় পৃথক পৃথক অভিযোগে মোট ৩ বছর ২ মাস কারাদণ্ডের আদেশ দেন ও ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা করেন।

আদালত অপর আসামি সৌদি দম্পতির কিশোর পুত্র ওয়ালিদ বাসেম সালেমকে সুনির্দিষ্টভাবে হত্যাকাণ্ডে সহযোগিতা করার প্রমাণ পায়নি বলে জানান। তবে আবিরন বেগমকে বিভিন্নভাবে অসহযোগিতা করায় তাকে সাত মাসের কিশোর সংশোধনাগারে থাকার আদেশ দেন। রায়ের বিরুদ্ধে আগামী ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে বলেও জানান।

ই্তোপূর্বে আবিরনের মৃত্যুতে আদালত দুঃখ প্রকাশ করেছেন। হত্যার প্রকৃত কারণ উদঘাটন করে সৌদি শরিয়া আইন অনুযায়ী, যথাযথভাবে বিচার কার্যক্রম সম্পন্ন হবে বলেও আদালত উল্লেখ করেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৪ মার্চ রিয়াদের আজিজিয়ায় আবিরন বেগম সৌদি গৃহকর্ত্রীর নির্যাতনে নিহত হন, যা পরবর্তীতে হত্যাকাণ্ড বলে হাসপাতালের ফরেনসিক রিপোর্টে জানা যায়।

গতকাল রিয়াদের ক্রিমিনাল কোর্টের ৬ নম্বর আদালতে আবিরন বেগমের মামলা পরিচালনার জন্য দূতাবাসের শ্রম উইংয়ের প্রথম সচিব মো. সফিকুল ইসলাম ও আইন সহায়তাকারী সোহেল আহমেদ উপস্থিত ছিলেন। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী আবিরন বেগম হত্যা মামালার রায় ঘোষণার মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার জন্য সৌদি সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।