চীনা রকেটের ধ্বংসাবশেষ পড়ল ভারত মহাসাগরে

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভারত মহাসাগরে পড়ল চীনা রকেটের ধ্বংসাবশেষ।

চীনা রকেটের ধ্বংসাবশেষ পড়ল ভারত মহাসাগরে

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভারত মহাসাগরে পড়ল চীনা রকেটের ধ্বংসাবশেষ।

রোববার (৯ মে) সকালে মালদ্বীপের কাছে ভারত মহাসাগরে এটি আছড়ে পড়ে। তবে রকেটের অংশটি পৃথিবীতে পড়ার আগে বায়ুমন্ডলে থাকতেই এর বেশিরভাগ পুড়ে যায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে অবশ্য আগেই জানানো হয়েছিল যে, রকেটের এই ধ্বংসাবশেষটি রোববার সকাল নাগাদ পৃথিবীতে আঘাত হানবে।

এর আগে ধ্বংসাবশেষটি ইতালির জনবহুল কোনো এলাকায় পড়তে পারে বলে জানিয়েছিল দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ও জ্যোতির্বিজ্ঞানীরা। যার কারণে ইতোমধ্যেই ইতালির উমব্রিয়া, লাজিও, আবরুজ্জো, মোলিসে, ক্যাম্পানিয়া, ব্যাসিলিকাটা, পুগলিয়া, কালাব্রিয়া, সিসিলি ও সার্ডিনিয়া—এই ১০টি অঞ্চলে সতর্কতাও জারি করে স্থানীয় প্রশাসন।

তবে শনিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের রিপোর্টার জিম স্কিউটো জানিয়েছেন, ‘লং মার্চ ফাইভ বি’ চীনা নভোযানের ধ্বংসাবশেষটি তুর্কমেনিস্তানের কোনো অংশে আছড়ে পড়তে পারে।

এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মাইক হাওয়ার্ড জানিয়েছিলেন, চীনা রকেটটি ৮ মে নাগাদ পৃথিবীর কক্ষপথে ফিরে আসতে পারে। বিষয়টি মার্কিন সামরিক বাহিনীর স্পেস কমান্ড নজরদারি করছে।