জনগণের স্বাস্থ্য সুরক্ষায় আনসার ও ভিডিপির সহযোগিতা চান প্রধানমন্ত্রী

জনগণের স্বাস্থ্য সুরক্ষায় আনসার ও ভিডিপির সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘মানুষ যাতে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলে পাশপাশি সময়মতো টিকা নিতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি। এ ব্যাপারে আমরা আপনাদের (আনসার ও ভিডিপি) সহযোগিতা চাই।’

জনগণের স্বাস্থ্য সুরক্ষায় আনসার ও ভিডিপির সহযোগিতা চান প্রধানমন্ত্রী

জনগণের স্বাস্থ্য সুরক্ষায় আনসার ও ভিডিপির সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘মানুষ যাতে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলে পাশপাশি সময়মতো টিকা নিতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি। এ ব্যাপারে আমরা আপনাদের (আনসার ও ভিডিপি) সহযোগিতা চাই।’

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় তিনি করোনা মহামারি দূর করতে টিকা নিতে গ্রামের মানুষকে উদ্বুদ্ধ করতে বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের প্রতি আহ্বান জানান।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আজকে আমরা করোনাভাইরাস মোকাবেলা করছি। আমি অনুরোধ করব আনসার-ভিডিপির প্রত্যেকটা সদস্যকে যেন এই করোনার টিকাটা নেয়। কারণ টিকা দেওয়া আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি। অনেকে ভয় পান, সুই ফোঁটাতেও ভয় পান এই রকমও কিছু কিছু মানুষ আছে। কিন্তু তারা যাতে রোগাক্রান্ত না হয়, স্বাস্থ্য সুরক্ষা যেন মেনে চলে পাশপাশি টিকাটা যেন তারা নেন সময় মতো, সেই ব্যবস্থা আমরা করেছি এবং সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই।’

কোভিড-১৯ টিকা পাওয়ার জন্য মানুষজন তাদের কাছের ডিজিটাল সেন্টারে গিয়ে নিবন্ধন করতে পারবে জানিয়ে শেখ হাসিনা টিকা নেওয়ার জন্য সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমাদের ছেলে-মেয়েরা যেন বিপথে না যায়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।’

অনুষ্ঠানে আনসার ও ভিডিপি সদস্যদের কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে আনসার ও ভিডিপির ১৪০ সদস্যের মধ্যে আট ধরনের বিশেষ পদক বিতরণ করেন।

প্রকৌশল নিউজ/এস