জামালপুরে চিকিৎসকদের ওপর হামলার নিন্দা ড্যাবের
জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে ভাংচুর এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা, জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক, ইন্টার্ণ চিকিৎসকদের উপর বহিরাগতদের হামলা ও পুলিশী নির্যাতনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে ভাংচুর এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা, জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক, ইন্টার্ণ চিকিৎসকদের উপর বহিরাগতদের হামলা ও পুলিশী নির্যাতনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী কমিটির সম্মানিত সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশিদ ও সম্মানিত মহাসচিব ডাঃ মোঃ আব্দুস সালাম জানিয়েছেন, হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনা নিয়ে হাসপাতাল ভাংচুর, চিকিৎসক লাঞ্চনা খুবই অনভিপ্রেত। সমাজে ভদ্র, বিনয়ী, একনিষ্ঠ মানবতাবাদী পেশাজীবী হিসেবে চিকিৎসকগণ তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে সর্বদা সচেষ্ট থাকেন। অথচ সামান্য অনিচ্ছাকৃত ব্যতয় ঘটলেই তাদের উপর নির্যাতন নেমে আসে-যা অনাকাঙ্খিত, অপমানজনক ও দুঃখজনক।
তারা বলেন, সরকারের অন্যতম দায়িত্ব চিকিৎসকদের কর্মস্থলে যথাযথ কর্ম পরিবেশ নিশ্চিত করা এবং তাদের সুরক্ষা নিশ্চিত করা। কিন্তু আমরা লক্ষ্য করলাম সরকারের পুলিশ বাহিনী চিকিৎসকগণের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে তাদের উপর নির্মম হামলা করলো-যা ন্যাক্কারজনক।
ড্যাব নেতৃবৃন্দ বলেন, সত্যিকার অর্থে জবাবদিহীতা বিহীন এই সরকার পুলিশের একটি অংশকে পেটোয়া বাহিনী হিসেবে তাদের বিভিন্ন কর্মকান্ডে ব্যবহার করছেন বিধায় তারা এতটা নিষ্ঠুর আচরণ করার দুঃসাহস দেখাচ্ছে।
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সভাপতি ও সম্মানিত মহাসচিব অনতিবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানিয়েছেন।