টেকনাফে পাহাড় ধস : একই পরিবারের ৫ জন নিহত
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ভিলেজারপাড়ায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের পাঁচ সন্তানের মৃত্যু হয়েছে। এ সময় তারা ঘুমন্ত অবস্থায় ছিল। নিহতেরা হলেন, আব্দুস শুক্কুর (১৬), মো. জুবায়ের (১২), আব্দুল লতিফ (১০), কোহিনূর আক্তার (১৪) ও জয়নাব আক্তার (৮)।
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ভিলেজারপাড়ায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের পাঁচ সন্তানের মৃত্যু হয়েছে। এ সময় তারা ঘুমন্ত অবস্থায় ছিল। নিহতেরা হলেন, আব্দুস শুক্কুর (১৬), মো. জুবায়ের (১২), আব্দুল লতিফ (১০), কোহিনূর আক্তার (১৪) ও জয়নাব আক্তার (৮)।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা ওই এলাকার সৈয়দ আলমের সন্তান। টেনকাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, তার ইউনিয়নের পানখালি ভিলেজার পাড়ায় একটি পাহাড় ধসে এক পরিবারের পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।
তিনি আরো জানান, গভীর রাতে ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দ আলমের বাড়ির পাশের পাহাড় ধসে গেলে তার তিন ছেলে ও দুই মেয়ে মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
চেয়ারম্যান আরও জানান, টানা বর্ষণে হ্নীলা ইউনিয়নে শত শত বাড়িঘর প্লাবিত হয়েছে। এই এলাকার মানুষ খুব দুর্ভোগের মধ্যে রয়েছে। মাটিচাপায় আহত আরও কয়েকজনকে স্থানীয়রা উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় বলে জানান তিনি।
এর আগের দিন মঙ্গলবার সকালে উখিয়ায় দুই রোহিঙ্গা শরণার্থী শিবিরে পাহাড় ধসে পাঁচ রোহিঙ্গার মৃত্যু হয়। বৃষ্টির পানিতে ডুবে আরেক শিবিরের এক শিশুর মৃত্যু হয়। তাছাড়া পাহাড় ধসে টেকনাফে রকিম আলী নামে একজনের মৃত্যু হয় এবং মহেশখালিতে মাটির দেয়ালচাপায় মৃত্যু হয় মোরশেদা বেগম নামে এক কিশোরীর।