ডিএমপির ১৩ সহকারী পুলিশ কমিশনার রদবদল
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ১৩ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। রোববার ডিএমপি কমিশনার মোহা: শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ১৩ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। রোববার ডিএমপি কমিশনার মোহা: শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
এতে বলা হয়, ডিএমপির সহকারি পুলিশ কমিশনার (ফোর্স, ওয়েলফেয়ার এন্ড ফোর্স বিভাগ) মোস্তাফিজুর রহমানকে সচিবালয় নিরাপত্তা বিভাগে, সহকারি পুলিশ কমিশনার রোকসানা ইসলাম সুজানাকে (বুনিয়াদী প্রশিক্ষণ হতে প্রত্যাগত) সিটি রিচার্স এন্ড ডেভেলপমেন্ট বিভাগ ডিএমপিতে, সহকারি পুলিশ কমিশনার মো: সালাহউদ্দিনকে (বুনিয়াদী প্রশিক্ষণ হতে প্রত্যাগত) ডিএমপি অর্থ বিভাগে, সহকারি পুলিশ কমিশনার কাজী হাসান উদ্দিনকে (বুনিয়াদী প্রশিক্ষণ হতে প্রত্যাগত) ডিএমপির ওয়েলফেয়ার এন্ড ফোর্স বিভাগে, সহকারি পুলিশ কমিশনার আবু তালেবকে (বুনিয়াদী প্রশিক্ষণ হতে প্রত্যাগত) মিডিয়া এন্ড পাবলিক রিলেসন্স বিভাগে, সহকারি পুলিশ কমিশনার মোহাম্মদ ইমরুলকে (বুনিয়াদী প্রশিক্ষণ হতে প্রত্যাগত) ডিএমপির প্রটেকশন বিভাগে, সহকারি পুলিশ কমিশনার মাহফুজুর রহমানকে (বুনিয়াদী প্রশিক্ষণ হতে প্রত্যাগত) (ট্রেনিং) ডিএমপি পিআরএন্ড এইচআরডি বিভাগে, সহকারি পুলিশ কমিশনার এম রাকিবুল হাসান ভূইয়াকে (বুনিয়াদী প্রশিক্ষণ হতে প্রত্যাগত) ডিএমপির প্রটেকশন বিভাগে, সহকারি পুলিশ কমিশনার রাজন কুমার সাহাকে (বুনিয়াদী প্রশিক্ষণ হতে প্রত্যাগত) ডিএমপির ডেভেলপমেন্ট বিভাগে, সহকারি পুলিশ কমিশনার মো: তারিকুল ইসলাম মাসুদকে (বুনিয়াদী প্রশিক্ষণ হতে প্রত্যাগত) পিএসএন্ডআইআই বিভাগে, সহকারি পুলিশ কমিশনার মো: তানভির রহমানকে (বুনিয়াদী প্রশিক্ষণ হতে প্রত্যাগত) ডিএমপির লজিস্টিকস বিভাগে, সহকারি পুলিশ কমিশনার আশফাক আহমেদকে (বুনিয়াদী প্রশিক্ষণ হতে প্রত্যাগত) পিএসএন্ডআইআই বিভাগে, সহকারি পুলিশ কমিশনার মো: মাহমুদুজ্জামানকে(বুনিয়াদী প্রশিক্ষণ হতে প্রত্যাগত) সিটি ট্রান্স ন্যাশনাল ক্রাইম বিভাগে পদায়ন করা হয়েছে।
প্রকৌশল নিউজ/এমআরএস