ডিজিটাল নিরাপত্তা আইন: খুলনায় এনটিভির সাংবাদিক গ্রেপ্তার

ডিজিটাল নিরাপত্তা আইন: খুলনায় এনটিভির সাংবাদিক গ্রেপ্তার

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেকের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়েছেন আবু তৈয়ব নামে এক সাংবাদিক। তিনি এনটিভি ও দৈনিক লোক সামাজের খুলনা প্রতিনিধি।

মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম।

আবু তৈয়বের বিরুদ্ধে খুলনা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মেয়রের দায়ের করা মামলা নং-২৫।

পুলিশ জানায়, মেয়র তালুকদার আব্দুল খালেককে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছিলেন আবু তৈয়ব। তারপর এ মামলা দায়ের করা হয়।

প্রকৌশল নিউজ/প্রতিনিধি