ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ কমানো আত্মঘাতি সিদ্ধান্ত
গত ২৪ মে শিক্ষা মন্ত্রণালয়ের সভায় চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ হ্রাস করে ৩ বছরে রূপান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্তটি আত্মঘাতি বলে উল্লেখ করেছেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ। পলিটেকনিক্যাল শিক্ষকদের হয়রানিমূলক বদলী আদেশ প্রত্যাহারসহ পেশাগত ৪ দফা বাস্তবায়নের দাবিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন সংগ্রাম পরিষদ।
গত ২৪ মে শিক্ষা মন্ত্রণালয়ের সভায় চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ হ্রাস করে ৩ বছরে রূপান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্তটি আত্মঘাতি বলে উল্লেখ করেছেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ।
পলিটেকনিক্যাল শিক্ষকদের হয়রানিমূলক বদলী আদেশ প্রত্যাহারসহ পেশাগত ৪ দফা বাস্তবায়নের দাবিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন সংগ্রাম পরিষদ।
আজ (৩১ জুলাই) আইডিবি ভবনে সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাধারন সম্পাদকে বীর মুক্তিযোদ্ধা আবদউল মোতালেবের সভাপতিত্বে আয়োজিত প্রতিবাদ সভায় ৪ দফা দাবী ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের সময় কমানোর প্রতিবাদ করেন। এসময় শীর্ষ সাংবাদিক সংগঠনগুলোর নেতারা উপস্থিত ছিলেন। সাংবাদিক নেতারা সংগ্রাম পরিষদের দাবীর সাথে একাত্বতা প্রকাশ করেন।
প্রতিবাদ সভায় নেতারা দাবী তোলেন কর্মক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাথে যে বৈষম্য আছে তা দুর করতে হবে এবং অধিকার হরণ সংক্রান্ত যে বিধিমালা আছে তা সংশোধন করতে হবে।
প্রতিবাদ সভা থেকে আগস্ট মাসব্যাপী কর্মসূচীর ঘোষণা দেন নেতারা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ কমিয়ে কারিগরি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষন করেন।