দেশে করোনায় আরও ৪১ মৃত্যু, শনাক্ত ১৮২২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৭৯৬ জন। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮২২ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৭ লাখ ৬৯ হাজার ১৬০ জন।

দেশে করোনায় আরও ৪১ মৃত্যু, শনাক্ত ১৮২২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৭৯৬ জন। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮২২ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৭ লাখ ৬৯ হাজার ১৬০ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (৫মে সকাল ৮.০০ টা থেকে ৬মে সকাল ৮.০০ টা পর্যন্ত) অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ৫৮৫টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৫ লাখ ৮২ হাজার ২৬৩টি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৬৯৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২ হাজার ৪৬৩ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ১৯ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ৫৩ শতাংশ। আর নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ৪৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ৪১ জনের মধ্যে পুরুষ ২২ জন। আর নারী ১৯ জন।

এর আগে মঙ্গলবার (৫ মে) দেশে ১ হাজার ৭৪২ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৫০ জন।

প্রকৌশলনিউজ/সু