করোনামুক্ত খালেদা জিয়া

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেরে উঠেছেন। আক্রান্ত হওয়ার ২৫ দিন পর তার করোনার নমুনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট আসে।

করোনামুক্ত খালেদা জিয়া
ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেরে উঠেছেন। আক্রান্ত হওয়ার ২৫ দিন পর তার করোনার নমুনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট আসে।

বৃহস্পতিবার বিকালে বিএনপি নেত্রীর ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি প্রকৌশল নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তারা জানান, বৃহস্পতিবার সকালে করোনার নমুনা পরীক্ষা করা হয় খালেদা জিয়ার। দুপুরে রিপোর্ট আসে নেগেটিভ।

এর আগ, গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনার রিপোর্ট পজিটিভ আসে। করোনায় আক্রান্ত হওয়ার পর শুরুর দিকে গুলশানের বাসভবন ফিরোজায় থেকেই চিকিৎসা নেন বিএনপির চেয়ারপারসন। বিএনপি থেকে একাধিকবার বলা হয়, করোনায় আক্রান্ত হলেও তেমন কোনো জটিলতা নেই খালেদা জিয়ার।

১৫ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে সিটি স্ক্যান করানো হয় খালেদা জিয়ার। সে রিপোর্ট ভালো আসে বলে বিএনপি থেকে জানানো হয়।

রাজধানীর ল্যাবএইড হাসপাতালে খালেদা জিয়ার করোনার নমুনা পরীক্ষা করা হয়। এই রিপোর্টও পজিটিভ আসে।

এরপর ২৭ এপ্রিল সিটি স্ক্যান করানোর জন্য আবার এভারকেয়ারে নিয়ে যাওয়া হয় বিএনপি প্রধানকে। তার চিকিৎসায় গঠন করা হয় একটি মেডিক্যাল বোর্ড। এতে হাসপাতালটির সাতজন চিকিৎসকের পাশাপাশি তার ব্যক্তিগত তিনজন চিকিৎসককেও রাখা হয়েছে।

গত সোমবার সকালের দিকে খালেদা জিয়ার শরীরের অবস্থার অবনতি হলে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে যাওয়া হয়।

এরপর থেকেই উন্নত চিকিৎসার জন্য বিএনপি নেত্রীকে বিদেশ নিয়ে যাওয়ার জন্য দল ও পরিবারের পক্ষ থেকে সরকারের সঙ্গে আলোচনা চলছে।

এ ব্যাপারে সরকারের কাছে খালেদার পরিবারের করা আবেদনটি মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

শামীম এস্কান্দারের করা আবেদনটি বুধবার রাতেই স্বরাষ্ট্র থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো নথিটি এখনও হাতে পৌঁছায়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

প্রকৌশল নিউজ/এমআর