করোনার নকল ভ্যাকসিন নিয়ে ইন্টারপোলের বৈশ্বিক সতর্কতা জারি
 
                                বিশ্ববাজারে করোনার নকল ভ্যাকসিন বিক্রি করতে পারে সংঘবদ্ধ অপরাধী চক্র। এ জন্য বিশ্বের সব দেশের আইন প্রয়োগকারী সংস্থা গুলোকে সাবধান থাকার পরামর্শ দিয়ে বৈশ্বিক সতর্কতা জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল।
ফ্রান্সভিত্তিক পুলিশের বৈশ্বিক সংস্থাটি বুধবার জানিয়েছে, মহামারি করোনার মতো একটি সংকটকে অবলম্বন করে অপরাধীরা যাতে তৎপর হতে না পারে এ জন্য সংস্থার পক্ষ থেকে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হলো।
সংঘবদ্ধ অপরাধী চক্র কোভিড-১৯ ভ্যাকসিনকে নিশানা করতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। তাই ১৯৪ টি সদস্য রাষ্ট্রের জন্য বৈশ্বিক সতকর্তা (গ্লোবাল এলার্ট) জারি করেছে সংস্থাটি। ইন্টারপোলের মহাসচিব ইয়োরগেন স্টক বলেন, এক দিকে নানা দেশের সরকার কোভিড-১৯ টিকা বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে অপরাধী চক্র টিকা সরবরাহ ব্যবস্থায় হস্তক্ষেপ করা বা বিঘ্ন ঘটানোর ছক কষছে।
 
অপরাধী চক্র যাতে সরাসরি বা অনলাইনে কোভিড-১৯ এর ভুয়া টিকা বিক্রি করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতেও বলেছে ইন্টারপোল।
 
                         shuvo
                                    shuvo                                 
                 
                 
                 
                 
                 
                 
                 
            
             
            
             
            
             
            
             
            
             
            
             
            
             
            
             
            
            
 
            
             
            
             
            
             
            
             
            
             
            
                                        
                                     
            
             
            
             
            
             
            
            