নবাবগঞ্জের বান্দুরা বাজারের আগুন নিয়ন্ত্রণে
ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে এসেছে নবাবগঞ্জ বান্দুরা বাজারের আগুন। দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে এসেছে নবাবগঞ্জ বান্দুরা বাজারের আগুন। দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
বাজারের একটি পেট্রোলের দোকান থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ঢাকা উত্তর জোন-৫ এর উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান।
তিনি বলেন, বুধবার (২৮ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। আগুনে এন মল্লিক পরিবহনের ৯টি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার পাশে থাকা মার্কেটের ১৪টি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের ঘটনায় দোকানের এক জন কর্মচারী দগ্ধ হয়েছেন বলেও তিনি জানান।
সকালে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। বেলা ১২টা ৪০ মিনিটের দিকে আড়াই ঘণ্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির।
ফায়ার সার্ভিসের কেরানীগঞ্জ, দোহার ও শ্রীনগর থেকে ইউনিটগুলো কাজে যোগ দেয়।