ঘরে বসেই ডেটিংয়ের সুবিধা, টিন্ডারের নতুন ফিচার, ‘ফেস টু ফেস’

ঘরে বসেই ডেটিংয়ের সুবিধা, টিন্ডারের নতুন ফিচার, ‘ফেস টু ফেস’
ভিডিও চ্যাটের স্টিল ছবি

টিন্ডারে এবার থেকে ভিডিও চ্যাটিংয়ের সুবিধা পাওয়া যাবে। চালু হল নতুন ফিচার, ‘ফেস টু ফেস’। একাধিক দেশে ফিচারটি পরীক্ষা করার পরেই এই ফিচারটি আনা হয়েছে। ব্যবহারকারীরা একে অপরকে ভিডিও কল করতে পারবেন। যদি দু’‌জন ব্যবহারকারীই রাজি হন, তবেই এই ফিচারটি ব্যবহার করা যাবে। তৃতীয় কোনও ভিডিও চ্যাটিং অ্যাপের প্রয়োজন পড়বে না। 


ব্রাজিল, অস্ট্রেলিয়া, স্পেন, ইতালি, ফ্রান্স, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, কোরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, পেরু এবং চিলির পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ডেও সকলে ব্যবহার করতে পারবেন। করোনা পরিস্থিতিতে বাড়ি বসেই যাতে মানুষ ডেট করতে পারেন, সেটাই আসল উদ্দেশ্য এই ফিচারের।


কিন্তু অনেকসময়ে এই সমস্ত ফিচার অপব্যবহারের ঝুঁকি থাকে। সেক্ষেত্রে ব্যবহারকারী যদি কারো সম্পর্কে অভিযোগ দায়ের করতে চান, তবে তাঁর ম্যাচের প্রোফাইলটি নেভিগেট করে ‘‌রিপোর্ট’‌ অপশনে ক্লিক করতে হবে। তারপরে স্ক্রিনে প্রদত্ত নির্দেশাবলী অনুসরণ করতে হবে।