বায়তুল মোকাররমের সামনে ধাওয়া পাল্টা ধাওয়া ( ভিডিও )
রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে জুমার নামাজের পর পরই ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন মুসল্লিরা।
রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে জুমার নামাজের পর পরই ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন মুসল্লিরা।
সবাই একসঙ্গে নামাজ পড়ার পর মুনাজাত শেষ হতেই মোদিবিরোধী স্লোগান দিতে শুরু করে একদল মুসল্লি। এরপর তাদের হঠাতে ধাওয়া দেয় স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা।
ধাওয়া খেয়ে বিক্ষোভকারীরা মসজিদের ভেতরে চলে যায়। গেটের বাইরে এসে অবস্থান নেয় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা। তাদের লক্ষ্য করে গেটের ভেতর থেকেই ইট, পাটকেল, জুতা নিক্ষেপ করতে থাকে আন্দোলনকারীরা।
পরে আন্দোলনকারীরাও রাস্তায় নেমে আসলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। আন্দোলনকারীদের দুটি মোটরসাইকেলে আগুন লাগিয়ে দিতে দেখা যায়।
পুলিশ টিয়ারশেল, জলকামান ব্যবহার করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে এসেছেন। আগে থেকেই মোদির সফরের বিরোধিতা করছিলেন দেশের বিভিন্ন ইসলামিক দল এবং ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ।
ভিডিও