কোভিড-১৯ 'নেগেটিভ' সনদ বাধ্যতামূলক বিদেশফেরতদের

কোভিড-১৯ 'নেগেটিভ' সনদ বাধ্যতামূলক বিদেশফেরতদের

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বিদেশ থেকে আগত যাত্রীদের জন্য কোভিড-১৯ ‘নেগেটিভ’ সনদ বাধ্যতামূলক করেছে ।
 
বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস বিভাগের এক নির্দেশনায় বলা হয়েছে শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী মো. জিয়াউল কবীর স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, কোভিড-১৯ ‘নেগেটিভ’ সনদ ছাড়া কোনো যাত্রীকে বাংলাদেশে আনতে পারবে না কোনো এয়ারলাইন্স। নির্দেশনায় আরও বলা হয়েছে, সব যাত্রীকে বাংলাদেশে আসার আগের ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর ল্যাবে করোনাভাইরাস পরীক্ষা করতে হবে। পরীক্ষার ফল ‘নেগেটিভ’ এলে তারা বাংলাদেশে আসার অনুমতি পাবেন। সেই মেডিকেল সনদ বিমানবন্দরে দেখাতে হবে যাত্রীদের।

বিদেশ থেকে আগত সব যাত্রীর তাপমাত্রা বিমানবন্দরে পরীক্ষা করা হবে উল্লেখ করে নির্দেশনায় বলা হয়েছে, কোভিড-১৯ ‘নেগেটিভ’ সনদ থাকা সত্ত্বেও কারো মাঝে করোনাভাইরাসের উপসর্গ দেখা গেলে তাকে বিমানবন্দর থেকে সরাসরি নির্ধারিত হাসপাতালে নিয়ে পরীক্ষা করে চিকিৎসা দেওয়া হবে এবং আইসোলেশন সেন্টারে পাঠানো হবে। আর যাদের মাঝে করোনার কোনো উপসর্গ থাকবে না, তাদের নিজ বাড়িতে ফিরে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।