ভোক্তাপর্যায়ে গ্যাসের দাম আবারো বাড়ল
ভোক্তাপর্যায়ে আবারও দাম বাড়ানো হয়েছে তরলীকৃত বোতলজাত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম। গেল জুন মাসের তুলনায় এই দফায় কেজি প্রতি গ্যাসের দাম বাড়ছে আরও ৪ টাকা ৭ পয়সা। বুধবার অনলাইনে এক সংবাদ সম্মেলনে মাধ্যমে ভোক্তা পর্যায়ে এলপিজির মূল্য বৃদ্ধি সম্পর্কিত একটি আদেশ দেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চেয়ারম্যান আব্দুল জলিল।
ভোক্তাপর্যায়ে আবারও দাম বাড়ানো হয়েছে তরলীকৃত বোতলজাত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম। গেল জুন মাসের তুলনায় এই দফায় কেজি প্রতি গ্যাসের দাম বাড়ছে আরও ৪ টাকা ৭ পয়সা। বুধবার অনলাইনে এক সংবাদ সম্মেলনে মাধ্যমে ভোক্তা পর্যায়ে এলপিজির মূল্য বৃদ্ধি সম্পর্কিত একটি আদেশ দেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চেয়ারম্যান আব্দুল জলিল।
আব্দুল জলিল জানান, এই আদেশ ১ জুলাই থেকে কার্যকর হবে। বেসরকারিভাবে উৎপাদন করা কোম্পানিগুলো প্রতি কেজি এলপি গ্যাস খুচরা বাজারে বিক্রি করতে পারবে ৭৪ টাকা ২৪ পয়সা ধরে। সেই হিসেবে বাসাবাড়িতে ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম মূসকসহ ৮৯১ টাকা নির্ধারণ করা হয়েছে, যা জুন মাসে ছিল ৮৪২ টাকা। সেই হিসেবে ৪৯ টাকা দাম বেড়েছে বোতল প্রতি।
একইভাবে দাম বেড়েছে অটোগ্যাসের। অটোগ্যাসের দাম লিটারে ৪১.৮৪ থেকে বাড়িয়ে ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সরকারি পর্যায়ে উৎপাদিত সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম আগের মতোই ৫৯১ টাকা থাকবে বলে জানিয়েছে কমিশন।
সৌদি সিপির সঙ্গে সরকারি পর্যায়ে গ্যাসের কোনো ধরণের সম্পর্ক নেই বলে আগের মতোই মূল্য অপরিবর্তীত থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিইআরসি দেওয়া বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ১ জুলাই ২০২১ থেকে কার্যকর হওয়া রেটে প্রতি ৫ কেজি সিলিন্ডারের দাম পরবে ৪০৮ টাকা, ১২ কেজি সিলিন্ডারের দাম পড়বে ৮৯১ টাকা, সাড়ে ১২ কেজি ৯২৮ টাকা, ১৫ কেজি ১১১৪ টাকা, ১৬ কেজি ১১৮৮ টাকা ও ১৮ কেজি ১৩৩৭ টাকা। ২০ কেজি একটি সিলিন্ডারের দাম পরবে ১৪৮৫ টাকা, ২২ কেজি ১৬৩৩ টাকা, ২৫ কেজি ১৮৫৬ টাকা, ৩০ কেজি ২২২৮ টাকা, ৩৩ কেজি ২৪৫১ টাকা, ৩৫ কেজি ২৫৯৯ টাকা এবং ৪৫ কেজি ৩৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।