মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে ই-কমার্স পণ্যের ডেলিভারির সময়সীমা

করোনা পরিস্থিতিতে ই-কমার্স পণ্যের ডেলাভারির সময়সীমা রাত ১২ টা পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি শমী কায়সার।

মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে ই-কমার্স পণ্যের ডেলিভারির সময়সীমা

করোনা পরিস্থিতিতে ই-কমার্স পণ্যের ডেলাভারির সময়সীমা রাত ১২ টা পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি শমী কায়সার।

বৃহস্পতিবার ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাব আয়োজিতে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

ই-ক্যাবের সভাপতি শমী কায়সার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংক্রমণ রোধে সর্বসাধারণকে অনলাইনে কেনাকাটার ব্যাপারে পরামর্শ দিয়েছেন। আমরা জানি, বিগত বছর করোনার আপদকালীন সময়ে সরকার দ্রুত সিদ্ধান্ত নিয়ে স্বাস্থ্যবিধি মেনে নিত্যপণ্য ই-কমার্সের মাধ্যমে সচল রাখার নির্দেশনা দিয়েছিল। তারই ধারাবাহিকতায় চলতি বছরও একইভাবে অনলাইনে নিরাপদে পণ্য ও সেবা সচল রাখার ব্যাপারে পরিপত্র জারি করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ই-ক্যাবের পক্ষ থেকে আবেদনের মাধ্যমে ইতোমধ্যে ই-কমার্স ডেলিভারির সময়সীমা সন্ধ্যা ৬টা থেকে বাড়িয়ে রাত ১২টা পর্যন্ত করা হয়েছে।

ই-ক্যাবের ডিরেক্টর আসিফ আহনাফের সঞ্চালনায় ই-ক্যাবের অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল হক অনু এই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ই-কমার্সের বিভিন্ন দিক এবং ই-ক্যাবের কার্যক্রম তুলে ধরেন।

মোহাম্মদ আব্দুল হক অনু বলেন, শুধুমাত্র নিত্যপণ্যে ২০২০ সালের শেষ ৮ মাসে লেনদেন হয়েছে ৩ হাজার কোটি টাকা, বর্তমানে প্রায় ১ লাখ ৬০ হাজারের বেশি ডেলিভারি হচ্ছে প্রতিদিন, ৫০ হাজার নতুন কর্মসংস্থান হয়েছে। ৬ হাজার তরুণদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সবমিলিয়ে ১৬ হাজার কোটি টাকার সার্বিক ডিজিটাল লেনদেন হচ্ছে। ই-কমার্সে বিগত বছর সমূহে যেখানে ২৫ শতাংশ প্রবৃদ্ধি ছিল গত বছর তা ৭০-৮০ শতাংশে উন্নীত হয়েছে এবং ক্ষেত্র বিশেষে ৩০০ শতাংশ প্রবৃদ্ধিও ঘটেছে, বিশেষ করে নিত্যপণ্য ও খাদ্য ব্যবসায়।

ই-ক্যাবের জয়েন্ট সেক্রেটারি নাসিমা আক্তার নিশা,ডিরেক্টর আশীষ চক্রবর্তী, জিয়া আশরাফ, এবং ডিরেক্টর সাইদ রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

প্রকৌশল নিউজ/এমআর