শাকিবের দর্শনা দর্শন শেষ হলো
শেষ পর্যন্ত শেষ হলো শাকিব-দর্শনার ‘অন্তরাত্মা’র শুটিং। দর্শনা বনিকের অংশের মাধ্যমে শুটিং সমাপ্ত হয়। গত ৫ মার্চ থেকে শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন ‘মেগাস্টার’ শাকিব খান । অনেকদিন বিরতির পর সিনেমার শুটিং করতে ক্যামেরার সামনে দাঁড়ান তিনি।

শেষ পর্যন্ত শেষ হলো শাকিব-দর্শনার ‘অন্তরাত্মা’র শুটিং। দর্শনা বণিকের অংশের মাধ্যমে শুটিং সমাপ্ত হয়। গত ৫ মার্চ থেকে শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন ‘মেগাস্টার’ শাকিব খান । অনেকদিন বিরতির পর সিনেমার শুটিং করতে ক্যামেরার সামনে দাঁড়ান তিনি।
নতুন খবর হচ্ছে-শাকিব খানের ‘অন্তরাত্মা’ ছবির শুটিং শেষ করলেন নায়িকা দর্শনা বণিক। তবে শাকিব খান আগেই শুটিং করে ৫ এপ্রিল ঢাকাই ফিরেছেন। এবার দর্শনা অংশের কাজ শেষ করে তিনিও ফিরলেন।
এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো শাকিব খান ও কলকাতার অভিনেত্রী দর্শনা বণিকের রসায়ন দেখবেন দর্শক পর্দায়।
‘অন্তরাত্মা’ সিনেমাটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। প্রযোজনা করছেন শাকিবের 'সত্তা' ছবির কাহিনিকার ও সোহানী হোসেন। এবারের ছবিটির গল্পও লিখেছেন সোহানী হোসেন। চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ।
‘অন্তরাত্মা’ প্রসঙ্গে শাকিব খান জানান, ছবির গল্প ও চরিত্র দুটোই ভিন্ন ধাঁচের মনে হয়েছে। নির্মাণের পরিকল্পনাও ছিল গোছানো। তাই আনন্দ নিয়েই শুটিং শেষ করেছি। আমার বিশ্বাস এই ছবিতে দর্শক আমাকে নতুনভাবে আবিস্কার করবেন। একই সঙ্গে এটি বছরের আলোচিত ছবির তালিকায় জায়গা করে নেব বলেই আশা করছি।
শাকিব খান ও দর্শনা বণিক। এতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী, মারুফ প্রমুখ।
বর্তমানে কলকাতায় চলছে সিনেমাটির যাবতীয় পোস্ট প্রডাকশনের কাজ।
ঈদে মুক্তি না পেলে চলতি বছরের মাঝামাঝি ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন পরিচালক ওয়াজেদ আলী সুমন।
প্রকৌশল নিউজ/এমএস