মার্কিন সিদ্ধান্তের নমনীয়তা চায় আমিরাত

সম্প্রতি বাইডেন প্রশাসনের মধ্যপ্রাচ্য নীতির পরিবর্তনের কারণে বিপাকে পড়েছে কয়েকটি দেশ। তাদের একটি আরব আমিরাত। দেশটির মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত ইউসুফ আল আতিবা সম্প্রতি অস্ত্র বিক্রি স্থগিতের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

মার্কিন সিদ্ধান্তের নমনীয়তা চায় আমিরাত

সম্প্রতি বাইডেন প্রশাসনের মধ্যপ্রাচ্য নীতির পরিবর্তনের কারণে বিপাকে পড়েছে কয়েকটি দেশ। তাদের একটি আরব আমিরাত। দেশটির মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত ইউসুফ আল আতিবা সম্প্রতি অস্ত্র বিক্রি স্থগিতের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

দূতাবাসের টুইটার পেইজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, এফ-৩৫ জঙ্গিবিমান ক্রয় চুক্তি মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের মধ্যে আস্থা সৃষ্টিতে ভূমিকা রাখবে। একইসঙ্গে রাষ্ট্রদূত বলেন, সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় মার্কিন প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা করবে।

ট্রাম্প ক্ষমতা ছাড়ার কয়েক দিন আগে আমিরাতের সঙ্গে দুই হাজার ৩০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি সই করেছিল। ওই চুক্তি অনুযায়ী আমিরাতকে ৫০টি এফ-৩৫ জঙ্গিবিমান দেওয়ার কথা রয়েছে। কিন্তু এই চুক্তিও স্থগিত রাখার ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন।

মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া সরকার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে সমরাস্ত্র বিক্রি এই মুহূর্তে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়ার পর আবুধাবির পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হলো। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, অস্ত্র বিক্রির ক্ষেত্রে মার্কিন কৌশলগত লক্ষ্য ও পররাষ্ট্রনীতির বিষয়টি এখানে বিবেচনায় নেওয়া হয়েছে কিনা তা পর্যালোচনা করে দেখা হচ্ছে।

সৌদি আরবের সঙ্গে একজোট হয়ে ইয়েমেনে যেসব দেশ হামলা চালাচ্ছে তার অন্যতম হচ্ছে আরব আমিরাত।