'ম্যাজিক মাশরুম', গ্রেপ্তার দুজন রিমান্ডে
দেশে নতুন ভয়ংকর নিষিদ্ধ মাদক ‘ম্যাজিক মাশরুম’ ও বিদেশি মদসহ গ্রেপ্তার করা দুজনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

দেশে নতুন ভয়ংকর নিষিদ্ধ মাদক ‘ম্যাজিক মাশরুম’ ও বিদেশি মদসহ গ্রেপ্তার করা দুজনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলো কানাডা প্রবাসী নাগিব হাসান অর্নব এবং তাইফুর রশিদ জাহিন।
হাতিরঝিল থানায় করা মামলায় তদন্ত কর্মকর্তা এসআই সুব্রত দেবনাথ আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের তিন দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বুধবার রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে নিষিদ্ধ মাদক ‘ম্যাজিক মাশরুম’ ও বিদেশি মদসহ ওই দুজনকে আটক করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় মাদক ম্যাজিক মাশরুমের পাঁচটি বার এবং দুই বোতল বিদেশি মদ।
র্যাব জানিয়েছে, বিদেশ থেকে চকোলেট হিসেবে আসছে ম্যাজিক মাশরুম। তা গোপনে বিক্রি করছে একটি চক্র। পাউডার, ক্যাপসুল হিসেবেও পাওয়া যায় এ মাদক। এটি ব্যবহারের পর সেবনকারীর নিজের ওপর নিয়ন্ত্রণ থাকে না। এটি সেবনের পর ছাদ থেকে লাফিয়েও পড়তে পারেন কেউ। উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাওয়া যুবকদের মধ্যে কয়েকজন দেশে এ মাদক নিয়ে এসেছে।
প্রকৌশল নিউজ/এমআরএস