যুক্তরাষ্ট্রে ৯/১১ এর হামলায় নিহতদের সমাধিতে শ্রদ্ধা স্বজনদের

যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ছিনতাই করা চারটি বিমান দিয়ে নিউইয়র্ক ও পেন্টাগনে হামলা চালানো হয়। এতে প্রায় চার হাজারের মতো মানুষের মৃত্যু হয়। এটি ইতিহাসে ৯/১১ নামে পরিচিত। সন্ত্রাসী এই হামলার জন্য ওসামা বিন লাদেন নেতৃত্বাধীন আল কায়দাকে দায়ী করা হয়। এ ঘটনার মূল পরিকল্পনা হিসেবে খালিদ শেখ মোহাম্মদকে অভিযুক্ত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে ৯/১১ এর হামলায় নিহতদের সমাধিতে শ্রদ্ধা  স্বজনদের

যুক্তরাষ্ট্রে  ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ছিনতাই করা চারটি বিমান দিয়ে নিউইয়র্ক ও পেন্টাগনে হামলা চালানো হয়। এতে প্রায় চার হাজারের মতো মানুষের মৃত্যু হয়। এটি ইতিহাসে ৯/১১ নামে পরিচিত। সন্ত্রাসী এই হামলার জন্য ওসামা বিন লাদেন নেতৃত্বাধীন আল কায়দাকে দায়ী করা হয়। এ ঘটনার মূল পরিকল্পনা হিসেবে খালিদ শেখ মোহাম্মদকে অভিযুক্ত করা হয়েছে।

শোকাবহ পরিবেশে যুক্তরাষ্ট্র ইতিহাসের সবচেয়ে ভয়াল হামলা ৯/১১ এর ২০তম বার্ষিকী পালন করছে দেশটি। মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ৯/১১ এর সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে সমাধিতে গিয়ে ফুল দিয়ে- মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা ও ভালবাসা জানাচ্ছেন স্বজনরা।

নিহতদের স্মরণে পৃথক কর্মসূচির আয়োজন করেছে দেশটির সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। কেন্দ্রীয় সরকার ছাড়াও যুক্তরাষ্ট্রের রাজ্য সরকারগুলোর পক্ষ থেকেও ৯/১১ এর নিহতদের স্মরণে শোকসভার আয়োজন করেছে।

উল্লেখ্য, ২০০১ সালের এই দিনে সন্ত্রাসী সংগঠন আল কায়েদার সদস্যরা যাত্রীবাহী চারটি বিমান ছিনতাই করে একযোগে নিউইয়র্কের টুইন টাওয়ার ও ভার্জিনিয়ার পেন্টাগনে হামলা চালায়। হামলার সঙ্গে সঙ্গেই ধসে পড়ে নিউইয়র্কে অবস্থিত বিশ্বের তৎকালীন সর্বোচ্চ ভবন টুইন টাওয়ার। একই দিন ছিনতাই করা বিমান নিয়ে হামলা চালানো হয়েছিল পেন্টাগনেও। হামলায় অন্তত চার হাজার লোক নিহত হয়।

এ ঘটনার জের ধরেই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আল কায়েদা দমনে আফগানিস্তানে সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন।  এর দীর্ঘ ২০ বছর পর যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সব সেনা সরিয়ে নিয়ে, আফগানিস্তান ২০ বছরের সামরিক অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

প্রকৌশলনিউজ/সু