ভাস্কর্য বিরোধি বক্তব্য দেওয়ায় রাষ্ট্রদ্রোহ মামলা

ভাস্কর্য বিরোধি বক্তব্য দেওয়ায় রাষ্ট্রদ্রোহ মামলা

ভাস্কর্য বিরোধি বক্তব্য দেওয়ায় হেফাজতে ইসলামের মহাসচিব বাবুনগরি ও যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকসহ তিন জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ২টি মামলা করা হয়েছে। সোমবার (০৭ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম মিল্লাত হেসেনের আদালতে মামলাটি দাখিল করেন মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম। 

পরে বেলা সাড়ে ১১টায় ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার আদালতে পৃথক দুই বাদী মামলার  শুনানি অনুষ্ঠিত হয়।  শুনানি শেষে আদালত আদেশ পরে দেবেন বলে জানান। 

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেকের মামলাতে মাওলানা মামুনুল হক এবং অপর বাদী মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটিরর সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের মামলাতে মামুনুল হকসহ সৈয়দ ফয়জুল করিম ও জুনায়েদ বাবুনগরীকে আসামি করা হয়েছে।

মামলায় অভিযোগে বলা হয়, গত ১৩ নভেম্বর বিএমএ মিলনায়তনে বাংলাদেশ যুব খেলাফত মজলিসের ঢাকা মহানগর শাখার সমাবেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মানের বিরোধিতা করে মামুনুল হক বলেন, "বঙ্গবন্ধুর ভাস্কর্য গড়তে দেয়া হবে না। প্রয়োজনে লাশের পর লাশ পড়বে। আবার শাপলা চত্ত্বর হবে।"

মামুনুল হকের বক্তব্যের পর একটি শ্রেনি বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মানের বিরোধিতা করে একের পর এক বক্তব্য দিচ্ছে। দেশে অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মানে বিরোধিতা করে উত্তেজনাকর বক্তব্য দেওয়ার অভিযোগ এনে বাংলাদেশ দণ্ডবিধির ১২০বি, ১২০ বি ও ১২৪ক ধারায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে এ মামলাটি দায়ের করা হয়।